May 2, 2011

১০০ টেরাবিট/সে স্পিডের ইন্টারনেট

ইন্টারনেট ব্যবহারকারীদের অন্তত একটি বিষয়ের দিকে দৃষ্টি দিতেই হয়। ডাটা ট্রান্সফারের গতি। অনেক দেশে ১ মেগাবিট/সে সাধারন হলেও বাংলাদেশে ব্যবহারকারীদের কাছে সেটা দুর্লভ বস্তু। বাকি বিশ্ব থেমে নেই। জাপান সার্থকভাবে পরীক্ষা করেছে ১০০ টেরাবিট/সে গতির নেটওয়ার্ক।
আরেকটু ভালভাবে লক্ষ্য করুন। ১০০০ কিলোতে ১ মেগা, ১০০০ মেগায় ১ গিগা, ১ হাজার গিগায় টেরা। তাদের নেটওয়ার্কের গতি ছিল ১০১.৭ টেরাবিট। একটিমাত্র ফাইবার অপটিক কেবলের মধ্যে ১৬৫ কিলোমিটার দুরত্বের দুটি নেটওয়ার্ক পরীক্ষা করেছে তারা। সর্বোচ্চ ১০৯ টেরাবিট/সে এর নতুন রেকর্ড গড়া হয়েছে।
তারা সেখানেই থেমে নেই। চেষ্টা চলছে তাকে আরো উন্নত করার। আপনি বিরক্ত হয়ে বলতে পারেন, তাতে আমার কি ?

No comments:

Post a Comment