October 27, 2009

অন্য ভাষায় ইন্টারনেট এড্রেস Internet set for change with non-English addresses

ইন্টারনেটের চার দশকের ইতিহাসে সবচেয়ে বড় সিদ্ধান্ত বলা হচ্ছে একে। এখন থেকে শুধু ইংরেজি নয়, অন্য ভাষায় ইন্টারনেট এড্রেস ব্যবহার করা যাবে। ডোমেইন নেম নিয়ে কাজ করে যে সংস্থা, The Internet Corporation for Assigned Names and Numbers, ICANN দক্ষিন কোরিয়ায় এক মিটিংএর পর একথা ঘোষনা করেছে। ডোমেইন নেম হচ্ছে যে কোন ওয়েব এড্রেস কিংবা ইমেইলের সাথে ব্যবহৃত অংশ। যেমন .com, .net, .org ইত্যাদি।

বর্তমানে ল্যাটিন ভিত্তিক ভাষা ব্যবহার করা হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে আরবী, জাপানিজ, গ্রিক, হিন্দি, সিরিলিক (রাশয়ান) ইত্যাদি ভাষা ব্যবহার করা সম্ভব হবে। সংস্থাটির প্রধান জানিয়েছেন যদি এই প্রস্তাব কাজে লাগানো শুরু হয় তাহলে তারা অন্য ভাষার ডোমেইনের জন্য আবেদন গ্রহন শুরু করবেন এবং ২০১০ এর মাঝামাঝি সময়ে তার ব্যবহার শুরু হবে।

বর্তমানে ১৬০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকের বেশি ল্যাটিন ভিত্তিক অক্ষরের বাইরের ভাষা ব্যবহার করে। সে কারনে বিষয়টি অত্যন্ত গুরুত্বপুর্ন। এরফলে যারা এখনও ইন্টারনেট ব্যবহার করছেন না তারাও উপকৃত হবেন, বলছেন আমেরিকার সাইবার সিকিউরিটির একজন প্রাক্তন প্রধান বেকষ্টর্ম।

উল্লেখ্য আইসিএএনএন এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ায়।

No comments:

Post a Comment