October 25, 2009

ভারত থ্রিজি লাইসেন্স দেবে জানুয়ারীতে India will start 3G auction in January

থ্রিজি নিয়ে বহু প্রতিক্ষার পর ভারত অবশেষে জানিয়েছে আগামী জানুয়ারীতে তারা থ্রিজি লাইসেন্স দেয়ার জন্য নিলামের ব্যবস্থা করবে। বিদেশী কোম্পানীও এতে অংশ নিতে পারবে। ২১ ডিসেম্বরের মধ্যে এতে অংশগ্রহন করতে হবে এবং ১৪ জানুয়ারী মুল নিলাম অনুষ্ঠিত হবে।

ভারত সরকার জানিয়েছে তারা এখান থেকে ২৫ কোটি রুপি সংগ্রহ করতে আগ্রহী। ২২টি টেলিকম জোনের ২০ এলাকায় ৪টি থ্রিজি এবং ৩টি অয়্যারলেস ব্রডব্যান্ড লাইসেন্স দেয়া হবে।

উল্লেখ করা যেতে পারে ভারত মোবাইল ফোনের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বর্ধিত হচ্ছে। ভারতে মাসে ১ কোটি নতুন গ্রাহক পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। এরফলে বিশ্বের সবচেয়ে কম রেটের উদাহরন সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

No comments:

Post a Comment