October 23, 2009

আরম মাল্টিকোর প্রসেসর ARM announces the first mobile multicore processor - Cortex-A5

মোবাইল ফোন এবং নেটবুকে ব্যবহৃত আরম প্রসেসরের মাল্টিকোরের ঘোষনা দেয়া হয়েছে নির্মাতাদের বক্তব্য অনুযায়ী কোর্টেক্স-এ৫ নামের এই প্রসেসর হবে মোবাইল ডিভাইসে ব্যবহৃত সবচেয়ে ক্ষমতাধর প্রসেসর এটি ৪-কোর পর্যন্ত হবে, ফলে মাল্টিমিডিয়া ব্যবহারের সময় প্রসেসিং নিয়ে ভাবতে হবে না

নতুন প্রসেসরগুলি আরম-১১ এর চেয়ে উন্নত হবে, অথচ আকারে আরম-৯ এর সমান একই সাথে শক্তিখরচের দিক থেকে দ্বিগুন ফল দেবে এরই মধ্যে আরম-১১ সিমবিয়ান ভিত্তিক ডিভাইসের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রসেসর হিসেবে পরিচিতি পেয়েছে এপলের আইফোন তৈরী হয়েছে এই প্রসেসর ব্যবহার করে

আরম জানিয়েছে নতুন প্রসেসর আগের প্রসেসরে ব্যবহৃত সফটওয়্যারের কম্পাটিবল হবে বর্তমানে সনি এরিকশন, স্যামসাং, নোকিয়া, এপল আইফোন, পাম-প্রি সকলেই তাদের উচু মানের সেটে এই প্রসেসর ব্যবহার করছে

এবছরই এই প্রসেসর বাজারে আসতে শুরু করবে

No comments:

Post a Comment