October 28, 2009

এসার থ্রিডি নোটবুক 3D Notebook from Acer

এসার তাদের এস্পায়ার সিরিজের নতুন একটি ল্যাপটপ কম্পিউটারের ঘোষনা দিয়েছে বলা হচ্ছে সেখানে থ্রিডি ভিউয়িং টেকনোলজি ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তির এই ল্যাপটপে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর এবং ডলবি ডিজিটাল সাউন্ড থাকবে ছবি এবং ভিডিও দেখে মনে হবে তা স্ক্রীণ থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এসেছে

সাধারন টুডি ভিডিও এবং ইমেজকে থ্রিডি হিসেবে ব্যবহারের জন্য ট্রাই-ডেফিনিশন থ্রিডি পদ্ধতি ব্যবহার করা হয়েছে এর স্ক্রীন, সফটওয়্যার এবং দেখার জন্য বিশেষ ধরনের চশমা একসাথে কাজ করবে ১৫.৬ ইঞ্চি সিনে-কৃষ্টাল হাই ডেফিনিশন স্ক্রিনে বিশেষ ধরনের থ্রিডি ফিল্ম কোটিং ব্যবহার করা হয়েছে এরসাথে একজোড়া থ্রিডি পোলারাইজার চশমা দেয়া হবে যা টুডি ইমেজকে থ্রিডি হিসেবে দেখাবে ছবি, ভিডিও কিংবা গেম সবকিছুই থ্রিডি হিসেবে দেখা যাবে

এতে ৫১২ মেগাবাইট ডেডিকেটেড ভিডিও মেমোরী সহ এটিআই গ্রাফিক্স রয়েছে বিল্ট-ইন স্পিকার থেকেই ৫.১ সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে

Acer Aspire AS5738DG-6165 3D নামের এই ল্যাপটপ এমাসেই বিক্রি শুরু হবে উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম সহ এর দাম ৭৮০ ডলার

No comments:

Post a Comment