October 23, 2009

এপলের বিরুদ্ধে নোকিয়ার মামলা Nokia sues Apple for patent infringement


২০০৭ সালে আইফোন বাজারে আসার পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বের সবচেয়ে মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। এখন তারা এপলের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে। তাদের অভিযোগ এপল তাদের GSM, UMTS এবং WLAN প্রযুক্তির সবকিছু ব্যবহার করছে অথচ সেজন্য কোন ফি দিচ্ছে না।

এই প্রযুক্তিগুলি প্রযুক্তি হিসেবেই পরিচিত, কোন কোম্পানীর স্বত্ব হিসেবে পরিচিত না। যদিও এজন্য নোকিয়াকে গবেষনার জন্য যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় করতে হয়েছে। সেকারনে অনেকের মতে জিএসএম ব্যবহারের কারনে নোকিয়াকে লাইসেন্স ফি দেয়ার বিষয়টি বাস্তবে অসম্ভব। নোকিয়া এপলের নামে ১০টি মামলা ঠুকেছে এবং ক্ষতিপুরন দাবী করেছে। তবে সেই অর্থের পরিমান জানা যায়নি।

ধারনা করা হচ্ছে এই মামলা কয়েক বছর ধরে চলতে পারে। এরফলে নোকিয়া কতটুকু লাভবান হবে সেটা নিশ্চিত করার কোন উপায় নেই। গতবছর নোকিয়া আরেক বৃহৎ কোম্পানী ক্যালকম-এর সাথে তিন বছর ধরে চলা মামলা নিষ্পত্তি করে।

No comments:

Post a Comment