April 18, 2011

সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা নাইকন ডি৯০

ফ্লিকার ওয়েবসাইটে যে পরিমান ছবি রয়েছে তা বিশ্বের অন্য কোথাও নেই। প্রতি মুহুর্তে নতুন ছবি যোগ হচ্ছে সেখানে। কাজেই কোন ক্যামেরা সবচেয়ে জনপ্রিয় জানার জন্য সেই সাইট সবচেয়ে উপযোগি যায়গা। ফ্লিকারের তথ্য অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা প্রায় বছর তিনেক আগে বাজারে আসা নাইকন। হয়ত মনে আছে, এটা বিশ্বের প্রথম এসএলআর ক্যামেরা যেখানে ভিডিও করা যায়। মধ্যম মানের এই ক্যামেরার নাম দেখে হয়ত অবাক হওয়ার কিছু নেই, কিন্তু দ্বিতীয় ক্যামেরার নাম চমকে দেয়ার মত। আইফোন ৪।
সাধারনভাবে ক্যামেরাফোন ভাল করছে না। সেরা পাচের মধ্যে একমাত্র আইফোনই রয়েছে। বাকি ৪টি এসএলআর ক্যামেরা।
ক্যামেরাফোনের মধ্যে সেরা পাচের প্রথম ৩টিই এপলের। যথাক্রমে আইফোন ৪. আইফোন ৩জি এবং ৩জিএস। এরপর রয়েছে এইচটিসির দুটি ফোন ইভো ৪জি এবং ড্রয়েড ইনক্রেডিবল।

No comments:

Post a Comment