April 18, 2011

মাইক্রোসফট অফিস ৩৬৫ বেটা

এখন যে কেউ মাইক্রোসফট অফিস ৩৬৫ এর বেটা ভার্শন ব্যবহার করে দেখতে পারেন। ক্লাউড কম্পিউটিং এর জন্য মাইক্রোসফট এর এই প্যাকেজ গতকাল বেটা টেষ্টিং এর জন্য দেয়া হয়েছে। ফাইলাল ভার্শন চালূ হবে এবছরের পরের দিকে।
প্রথমেই বলে নেয়া ভাল অফিস ৩৬৫ তাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের অনলাইন ভার্শন না। সে তারা চালু করেছে গত জুনে। অফিস ৩৬৫ হচ্ছে ব্যবসা প্রতিস্ঠানের জন্য যেখানে রয়েছে এক ব্যবহারকারীর সাথে আরেক ব্যবহারকারীর ফাইল আদান প্রদানের সুযোগ। কন্ট্যাক্ট, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহারের সুযোগ ছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ডিভাইস (উইন্ডোজ ফোন ৭, এন্ড্রয়েড, এপল, ব্লাকবেরি) ব্যবহারের সুযোগ রয়েছে এতে। 
এটা ব্যবহারের জন্য মাসিক ফি দিতে হবে। ৫০০ ডলার ফি দিয়ে অফিস পার্সোনাল প্লাশ ব্যবহারের লাইসেন্স কিনলে পাওয়া যাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, পাবলিশার, এক্সেস, ইনফোপাথ ইত্যাদি।
ওয়েব সাইট http://office365.microsoft.com/

No comments:

Post a Comment