April 19, 2011

স্যামসাং গ্যালাক্সি এপলের আইফোন এবং আইপ্যাডের নকল

স্যামসাং এপলের আইফোন এবং আইপ্যাড নকল করে তাদের গ্যালাক্সি ফোন এবং ট্যাবলেট তৈরী করেছেন। এমনটাই দাবী করে তাদের নামে মামলা ঠুকেছে এপল। ক্যালিফোর্নিয়ার এক আদালতে মামলায় তারা দাবী করেছে গ্যালাক্সিতে তাদের পন্যের ইন্টারফেস এবং ডিজাইন হুবহ কপি করা হয়েছে।
স্যামসাং এর একজন মুখপাত্র এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন গ্যালাক্সি তৈরী করা হয়েছে নিজেদের গবেষনা থেকে। স্যামসাং আদালতে এর উত্তর দেবে।
এপল প্রথম আইফোন বাজারে আনে ২০০৭ সালে, এরপর সেটা কয়েকবার আপগ্রেড করা হয়েছে। আইপ্যাড বাজারে আনে গতবছর। এপর্যন্ত তারা প্রায় ১১ কোটি আইফোন এবং ৬ কোটি আইপ্যাড বিক্রি করেছে। অন্যদিকে স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোন এবং ট্যাবলেট বিক্রি শুরু করে গতবছর। দুটিই গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে কাজ করে।
স্যামসাং ফ্লাট স্ক্রিন টিভি, এলসিডি এবং কম্পিউটার মেমোরী চিপ তৈরীতে বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা। আইপ্যাডে তাদের তৈরী তেমোরী চিপ ব্যবহার করা হয়।
গত কয়েক বছর ধরে স্মার্টফোন নির্মতা এপল, মাইক্রোসফট, নোকিয়া, এইচটিসি এদের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলে আসছে। সবগুলিই মুলত মেধাস্বত্ব বিষয়ক।

No comments:

Post a Comment