April 13, 2011

ডেঙ্গুজ্বর প্রতিরোধের টিকা আবিস্কার

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়। এর কোন টিকা নেই। আক্রান্ত হলে শরীরের রক্তে প্লাটিলেটের পরিমান কমে যায়। চিকিতসকরা বাইরে থেকে রক্ত দিয়ে প্লাটিলেটের মাত্রা ঠিক রেখে রোগিকে বাচাতে চেষ্টা করেন। বিশ্বের বছরে ৫ কোটি মানুষ আক্রান্ত হয় এই রোগে, মারা যায় প্রায় ২৫ হাজার মানুষ। এই রোগের টিকা আবিস্কারের কথা জানিয়েছেন থাইল্যান্ডের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
তিনি বলেন গবেষনাগারে তারা ইদুরের ওপর পরীক্ষা করে ৮০ ভাগ সাফল্য পেয়েছেন। এটা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। এই টিকা বাজারে আনতে প্রয়োজন হবে প্রায় ১০ কোটি ডলার। অর্থযোগান দিচ্ছে বায়োনেট এশিয়া।
ডেঙ্গুজ্বরের সবচেয়ে বড় সমস্যা আফ্রিকা মহাদেশে। এছাড়া দক্ষিন আমেরিকা, দক্ষিনপুর্র এশিয়া এসব এলাকায় এর প্রভাব যথেস্ট বেশি। বাংলাদেশেও ডেঙ্গুজ্বর একটি পরিচিত রোগ।

No comments:

Post a Comment