April 13, 2011

বৃটেনে ১ গিগাবিট/সে ব্রডব্যান্ড স্থাপন করছে ফুজিতসু

বৃটেনের গ্রামাঞ্চলে যারা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তাদের জন্য ১ গিগাবিট/সে গুতিন ফাইবার অপটিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক বসাচ্ছে ফুজিতসু। সিসকোর তৈরী হার্ডঅয়্যার ব্যবহার করা এই নেটওয়ার্কে ভবিষ্যতে ১০ গিগাবিট/সে গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে।
ব্রটিশ টেলিকমের সাথে যৌথভাবে তারা এই তাজ করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No comments:

Post a Comment