April 26, 2011

ইউটিউবে পছন্দের ভিডিও ভাড়ার ব্যবস্থা চালু হচ্ছে

গুগলের ইউটিউব অবশেষে প্রধান ষ্টুডিওগুলির সাথে চুক্তি চুড়ান্ত করেছে। ইউটিউব ভিডিও চ্যানেলে মুভি ভাড়া দেয়া শুরু করতে যাচ্ছে। এমনকি এ সপ্তাহেই এটা শুরু হতে পারে। তাদের সাথে চুক্তি করা কোম্পানীগুলির মধ্যে রয়েছে সনি, ওয়ার্নার, ইউনিভার্সাল এর মত ষ্টুডিও। এছাড়া লায়নস গেট এর মত কোম্পানীর সাথেও চুক্তি হয়েছে।
এই মুহুর্তে ভিডিও ভাড়া দেয়ার ব্যবসা করছে নেটফ্লিক্স। তারা বছরের প্রথম ৩ মাসের হিসেব প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকার সবচেয়ে বড় কেবল টিভি ক্যারিয়ার কমকাষ্টকে প্রায় ধরে ফেলেছে। এই সময়ে তাদের নতুন সদস্য হয়েছে ৩৬ লক্ষ ব্যবহারকারী। তাদের বর্তমান গ্রাহক সংখ্যা আড়াই কোটির বেশি।  আয় বেড়েছে শতকরা ৪৬ ভাগ। আয়ের পরিমান ৭২ কোটি ডলার।
মুভি এবং টিভি শো দেখার জন্য তাদের মাসে ৮ ডলার দিতে হয়। আরো কিছু বেশি দিলে ডিভিডিও পাওয়া যায়। তাদের সংগ্রহের মুভির সংখ্যা ২০ হাজারের বেশি।

No comments:

Post a Comment