April 26, 2011

সনির ট্যাবলেট এস১ এবং এস২

সনি টাচ প্যানেল সহ ট্যাবলেট আনছে। এস১ এবং এস২ নামে দুটি ট্যাবলেট নমুনা দেখানো হয়েছে টোকিওতে। ইন্টারনেট ব্যবহার ছাড়াও এতে ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা, ইবুক পড়া এবং ইমেইল সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
এস১ এর ডিসপ্লে ৯.৪ ইঞ্চি। এস২ তে দুটি ৫.৫ ডিসপ্লে রয়েছে। আকারে ছোট হলেও রেজ্যুলুশন ১০২৪-৪৮০। একে বইয়ের মত ভাজ করে রাখা যাবে। দুটিকেই সনির ক্লাউড কম্পিউটিং ভিত্তিক লাইব্রেরীর সাথে ব্যবহার করা যাবে। এছাড়া সনির প্লেষ্টেশনের সাথে কিংবা সনি রিডার ষ্টোর থেকে বই পড়ার কাজে ব্যবহার করা যাবে।
কানেকটিভিটি হিসেবে থ্রিজি/ফোরজি, ওয়াইফাই সবই থাকবে। অপারেটি সিষ্টেম এন্ড্রয়েড ৩.০।
তারা দাম না জানালেও আগে জানিয়েছিল ৫৯৯ এবং ৬৯৯ ডলারের ট্যাবলেটের কথা। সে হিসেবে এস১ এর দাম ৬৯৯ এবং এস২ এর দাম ৫৯৯ ডলার হতে পারে।

No comments:

Post a Comment