April 26, 2011

ফেসবুকের নতুন ফিচার, সেন্ড বাটন

ফেসবুক অনেকগুলি নতুন বিষয় যোগ করেছে ব্যবহারকারীদের আরো সহজে তথ্য শেয়ার করার জন্য। গতমাসের যোগ করা প্রশ্ন বিষয়কে এখন গ্রুপের জন্য ব্যবহার করা যাবে, ফলে নির্দিষ্ট ধরনের ব্যক্তির মধ্যে মতামত সংগ্রহ করা যাবে। একটি একটি করে ছবির পরিবর্তে পুরো এলবাম শেয়ার করা যাবে।
এতে সবচেয়ে গুরুত্বপুর্ন পরিবর্তন হচ্ছে সেন্ড বাটন। বছরখানেক আগে লাইক বাটন চালূ করার পর নতুন এই পদ্ধতি আনা হল যার মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দের লিংক অন্যের কাছে পাঠাতে পারবেন।
এধরনের ব্যবস্থায় ব্যবহারকারীরা যেমন উপকৃত হন তারথেকেও বেশি পছন্দ করেন যারা তথ্য সরবরাহ করেন। একজন ব্যবহারকারী সেটা পছন্দ করলে সেন্ড বাটনে ক্লিক করে পরিচিতদের কাছে সেখবর জানিয়ে দিতে পারেন। যেকারনে অধিকাংশ ব্লগে এধরনের লিংক দেয়া থাকে।

No comments:

Post a Comment