April 24, 2011

ডেল এর ১০ ইঞ্চি উইন্ডোজ ৭ এবং এন্ড্রয়েড ট্যাবলেট

গত ফেব্রুয়ারীতে ডেলের ১০ ইঞ্চি ট্যাবলেটের কথা শোনা গিয়েছিল। এবারে তার পুরো বর্ননা এবং বাজারে আসার সময় জানা গেছে। উইন্ডোজ ৭ ভিত্তিক ট্যাবলেটে নতুন ওক ট্রেইল ইন্টেল চিপের ১০ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটের রেজ্যুলুশন ১৩৬৬০৭৬৮ পিক্সেল। ২ গিগাবাইট মেমোরী, ১২৮ গিগাবাইট পর্যন্ত এসএসডি, দুটি ক্যামেরা (সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল, পেছনের দিকে ৩ মেগাপিক্সেল), জিপিএস, এক্সিলারোমিটার, ১০৮০পি ভিডিও আউটপুট, ৮ ঘন্টার ব্যাটারী ইত্যাদি রয়েছে।
আর এন্ড্রয়েড ৩ ভিত্তিক ট্যাবলেটের রেজ্যুলুশন ১২০০-৮০০। এছাড়া অন্যসবকিছু একই রাখা হচ্ছে।
কোনটিরই দাম জানানো হয়নি। এন্ড্রয়েড ভিত্তিক ট্যাবলেট পাওয়া যবে জুনে, উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট অক্টোবরে।
এছাড়া জুলাইতে উইন্ডোজ ৭ ভিত্তিক একটি কনভার্টিবল ট্যাবলেটও বাজারে ছাড়া হবে।

No comments:

Post a Comment