April 20, 2011

নিজেই ডাটা মুছে দেয়ার প্রযুক্তিসহ তোসিবা হার্ডডিস্ক

নোটবুক কম্পিউটার কিংবা হার্ডডিস্ক চুরি হলে বা হারিয়ে গেলে প্রধান চিন্তার কারন হয়ে দাড়ায়, সেখানে থাকা গোপন তথ্যগুলির কি হবে। সরকার কিংবা মিলিটারী হার্ডডিস্ক হওয়ার প্রয়োজন নেই, ব্যবসা প্রতিস্ঠানের হার্ডডিস্ক তাদের ব্যবসার ক্ষতি করার জন্য যথেস্ট। এজন্য নানারকম পদ্ধতিতে এনক্রিপ্ট করার ব্যবস্থা চালু রয়েছে। তোসিবা এই প্রযুক্তিকে আরো সামনে নিয়ে গেছে। হাতছাড়া হলে হার্ডডিস্কের তথ্য মুছে যাবে নিজে থেকেই।
তাদের ২.৫ ইঞ্চি MK6461GSYG ড্রাইভগুলি পাওয়া যাবে ১৬০ গিগাবাইট থেকে ৬৪০ গিগাবাইট পর্যন্ত। মুলত নোটবুক এবং ছোট পিসির জন্য তৈরী। এছাড়া কপিয়ার, প্রিন্টার, পিওএস ইত্যাদিতেও ব্যবহার করা যেতে পারে। এর বৈশিষ্ট হচ্ছে এর পাওয়ার খুললে কিংবা অনুমোদনহীন ডিভাইসে লাগালে ডাটা মুছে যাবে। যেখানে অনুমোদন রয়েছে সেখানে কাজ করবে ঠিকভাবেই।

No comments:

Post a Comment