April 14, 2011

এসারের নতুন দুটি থ্রিডি মনিটর

এসার নতুন দুটি থ্রিডি মনিটরের ঘোষনা দিয়েছে। ছবির এইচএন২৭৪এইচ মডেলের মনিটরটি বিশ্বের প্রথম ২৭ ইঞ্চি এলইডি ব্যাকলিট মনিটর। এতে এইচডিএমবাই থ্রিডি এবং এনভিডিয়া থ্রিডি ভিশন সাপোর্ট রয়েছে। ব্যবহার করা যাবে ব্লুরে প্লেয়ারের সাথে কিংবা টিভি-বক্স এর সাথে। সেইসাথে ভিজিএ, ডিভিআই এসর পোর্ট তো রয়েছেই। এর ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও ১০০,০০০,০০০:১, রেসপন্স টাইম ২মিলি সেকেন্ড। রেজ্যুলুশন ১৯২০ ১০৮০।
এরচেয়ে আরেকটু ছোট এবং কমদামের মডেল হচ্ছে ২৩.৬ ইঞ্চি এইচএস২৪৪এইচকিউ। এতে এনভিডিয়া থ্রিডি ভিশন সাপোর্ট নেই। অবশ্য মনিটরের সাথে এসার থ্রিডি চশমা দেয়া হবে। উল্লেখ করা যেতে পারে থ্রিডি গেমের জন্য এনভিডিয়া সাপোর্ট প্রয়োজন হয়।
মনিটরদুটির দাম যথাক্রমে ৬৮৯ ডলার এবং ৪৪৯ ডলার।

No comments:

Post a Comment