April 28, 2011

এন্ড্রয়েড এপলের আইফোন থেকে বেশি জনপ্রিয়

এপলের আইফোনের থেকে এন্ড্রয়েড বেশি জনপ্রিয়। আমেরিকায় নিয়েলসনের এক জড়িপে এই তথ্য পাওয়া গেছে। তাদের প্রশ্ন করা হয়েছিল জানুয়ারী থেকে মার্চ এই ৩ মাসের মধ্যে ফোন কিনলে কোন অপারেটিং সিষ্টেম নেবেন, তাতে শীর্ষস্থান দখল করেছে এন্ড্রয়েড।
৬ মাস আগে যখন এই প্রশ্ন করা হয়েছিল তখন একতৃতিয়াংশ যায়গা দখল করেছিল এপল। নতুন জড়িপে একমাত্র এন্ড্রয়েড ছাড়া প্রত্যেকের অবস্থান নিচের দিকে গেছে।
বর্তমানে স্মার্টফোনের ব্যবহার পর্যালোচনা করে নিয়েলসন যে ফল পেয়েছে সেখানে এন্ড্রয়েড ৩৭%, আইফোন ২৭% এবং ব্লাকবেরি ২২%। আর নতুন ক্রেতাদের হিসেব অনুযায়ী এই পরিমান এন্ড্রয়েড ৫০%, আইফোন ২৫% এবং ব্লাকবেরি ১৫%

No comments:

Post a Comment