April 28, 2011

ভিসা এবং স্কয়ার একসাথে মোবাইল পেমেন্ট ব্যবস্থা নিয়ে কাজ করছে

টুইটারের সহ-প্রতিস্ঠাতা জ্যাক ডরসি ২০০৯ সালে মোবাইল পেমেন্ট ব্যবস্থা স্কয়ার চালু করেন। তিনি ক্রেডিট কার্ড ব্যবসার অন্যতম বড় প্রতিস্ঠান ভিসার কাছ থেকে বড় ধরনের বিনিয়োগ পাচ্ছেন একাজে। অর্থের পরিমান প্রকাশ করা হয়নি। এই ব্যবস্থায় আইফোন কিংবা এন্ড্রয়েড ফোনকে কার্ড রিডার হিসেবে ব্যবহার করা যাবে। ফলে যে কেউ যে কোন সময় অর্থ লেনদেন করার সুবিধে পাবেন।
এই প্রক্রিয়ায় সাধারন মানুষ যেমন উপকৃত হবে তেমনি ভিসা এবং স্কয়ার দুজনেই দুজনের কাছ থেকে লাভবান হবেন। পেমেন্ট এর ক্ষেত্রে ভিসার অভিজ্ঞতাকে কাজে লাগাবে স্কয়ার, এবং ভিসা হাতে পাচ্ছে সম্ভাবনাময় এক ব্যবসার সুযোগ।

No comments:

Post a Comment