April 17, 2011

কম্প্যাক্টফ্লাশ স্লট সহ এইচপি এলিটবুক ৮৫৬০ ডব্লিউ

এইচপি-র নতুন নোটবুক এলিটবুক ৮৫৬০ ডব্লিউতে রয়েছে সি-ফাষ্ট নামের স্লট। আপনি অবাক হতে পারেন, এটা আবার কি জিনিষ। প্রশ্ন করা স্বাভাবিক কারন তারাই বিশ্বের প্রথম কোম্পানী হিসেবে এটা এনেছে।
সি-ফাষ্ট হচ্ছে কম্প্যাক্ট ফ্লাশ কার্ড রিডার। এই কার্ডের গতি এসডি কার্ডের থেকে অনেক বেশি। এসডিএক্সসি-র দ্বিগুন, আগামীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ব্যবহার করা হয় প্রফেশনাল এসএলআর ক্যামেরায়।
নোটবুকটি তৈরী করা হয়েছে ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে একথা নিশ্চয়ই বলা প্রয়োজন নেই। ১৫ ইঞ্চি ডিসপ্লের এই নোটবুকে রয়েছে সেকেন্ড জেনারেশন কোয়াড-কোর প্রসেসর। দাম ১৩০০ ডলার।
নাইকন, ক্যানন এতে খুশি হবে তাতে কোন সন্দেহ নেই।

No comments:

Post a Comment