April 26, 2011

এলজি নিজের নামে প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের লাইসেন্স নিয়েছে

বর্তমানে এলজি-র সবচেয়ে আলোচিত ডিভাইস হচ্ছে ডুয়াল কোর অপটিমাস ২এক্স এবং অপটিমাস থ্রিডি স্মার্টফোন এবং একই ধরনের প্রযুক্তির অপটিমাস প্যাড। এতে যে মাল্টিকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে সেগুলি এনভিডিয়া এবং টেক্সাস ইনন্সট্রুমেন্টস এর তৈরী। ফলে তারা পিছিয়ে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দি স্যামসাং থেকে। এর সমাধানে নিজের নামে কোর্টেক্স এ-৯ প্রসেসরের লাইসেন্সের ব্যবস্থা করেছে তারা।
বলা হচ্ছে আগামী বছরগুলিতে মোবাইল জগতে রাজত্ব করবে কোর্টেক্স এ১৫ প্রসেসর এবং গ্রাফিক্স এর জন্য মালি-টি৬০৪ চিপ। এই দুই চিপের লাইসেন্স কিনেছে এলজি।
উল্লেখ করা যেতে পারে আরমভিত্তিক প্রসেসরের জন্য এর আগে লাইসেন্স গ্রহন করেছে মাইক্রোসফট। কাজেই এই কোম্পানীগুলির মধ্যে আগামী বড় ধরনের প্রতিযোগিতা দেখা যাবে সেটাই স্বাভাবিক।

No comments:

Post a Comment