April 27, 2011

আমাজনের লাভ কমেছে, খরচ বেড়েছে

বছরের প্রথমভাগে আমাজনের আয় তাদের অনুমানের থেকে অনেক কম হয়েছে। অন্যদিকে নতুন ব্যবসা শুরু করা, কর্মী নিয়োগ, অবকাঠামোর উন্নয়ত ইত্যাদির কারনে তাদের ব্যয় বেড়েছে। তারা জানিয়েছে বছরের দ্বীতিয়ভাগের ব্যয়ের পরিমানও  যথেস্ঠ মাথাব্যথার কারন হবে।
২০১১ বছরের প্রথম ৩ মাসে শেয়ারহোল্ডাররা লাভ পাবেন ২০ কোটি ডলার, আগের বছরের তুলনায় প্রায় ১০ কোটি ডলার কম। কারন খুজতে গিয়ে যা পাওয়া গেছে তা হচ্ছে, আমাজন এই সময়ে নতুন কর্মী নিয়োগ দিয়েছে ৪,২০০। ফলে আগের বছরে যেখানে খরচ ছিল ৬৭০ কোটি ডলার সেখানে খরচ বেড়ে দাড়িয়েছে ৯৫০ কোটি ডলার।
প্রথম ৩ মাসে আমাজনের আয় ৯৮৬ কোটি ডলার। আগের বছরের তুলনায় ৩৮ ভাগ বেশি। এই হিসাব ওয়াল ষ্ট্রিটের ৯৫৩ কোটি ডলারের অনুমানের থেকে অনেক বেশি।
আমাজনের প্রধান নির্বাহী এক বিবৃতিতে জানিয়েছেন তারা কিন্ডলের বিশেষ অফার, কিন্ডলের লাইব্রেরী, ক্লাউড ড্রাইভ, ক্লাউড প্লেয়ার, প্রাইম ইনষ্ট্যান্ট ভিডিও ইত্যাদিতে বিনিয়োগ করছে যা ভবিষ্যতে কাজে আসবে।
উল্লেখ করা যেতে পারে গুগলও আশানুরুপ লাভ না পাওয়ার পর কারন হিসেবে বিনিয়োগের কথা উল্লেখ করেছে।

No comments:

Post a Comment