April 29, 2011

ক্রোম অপারেটিং সিষ্টেমে স্যামসাং নেটবুক

এবছর মাঝামাঝি সময়ে কয়েকটি ক্রোম অপারেটিং সিষ্টেমের ডিভাইস বাজারে আসার কথা। কাজেই স্বাভাবিকভাবেই কিছু তথ্য আগাম পাওয়ার কথা। যেমন কিছু তথ্য পাওয়া গেছে এসার এর। এবারে প্রকাশ পেয়েছে স্যামসাং এর এ্যালেক্স নামের নেটবুকের কথা। ১২৮০-৮০০ রেজ্যুলুশনের এই নেটবুকের ডিসপ্লে সম্ভবত ১০ ইঞ্চি। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর এটম এন৫৫০।
অন্যান্যদের মধ্যে রয়েছে এসএসডি পি৪ (ধারনক্ষমতা অজানা), ২ গিগাবাইট মেমোরী, ক্যালকম গোবি ২০০০ থ্রিজি কার্ড, ওয়াই-ফাই, ব্লু-টুথ এবং টাচপ্যাড।
ধারনা করা হচ্ছে সপ্তাহদুয়েকের মধ্যেই এর বিস্তারিত জানা যাবে।

No comments:

Post a Comment