January 18, 2011

আবারও অসুস্থতার কারনে ছুটি নিচ্ছেন ষ্টিভ জবস

এপলের প্রধান ষ্টিভ জবস  ২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত ছুটি নিচ্ছেন অসুস্থতার কারনে।  ৫৫ বছর বয়সি জবস এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে অনুপস্থিত ছিলেন। তার অসুস্থতার খবর তার স্বাস্থ্য সম্পর্কে নতুনভাবে প্রশ্ন তুলেছে।
মোবাইল ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা ষ্টিভ জবস উদ্ধাবনি প্রযুক্তির ক্ষেত্রে অবিস্মরনীয় এক নাম। একটি গ্যারেজে তিনি যে কোম্পানী শুরু করেন বর্তমানে তার মুল্য সাড়ে ৬ হাজার কোটি ডলার। তার কোম্পানী শুধু প্রযুক্তি উদ্ধাবন করে না, প্রযুক্তির দিকনির্দেশনা করে।
তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এপলের পক্ষ থেকে খুব সংক্ষেপে তার ছুটি নেবার কথাই জানানো হয়েছে। তিনি কতটা অসুস্থ, ২০০৯ সালের তার লিভার প্রতিস্থাপনের সাথে এর সম্পর্ক আছে কিনা কিছুই জানানো হয়নি। তখন জবস নিজে জানিয়েছিলেন ৬ মাসের মধ্যে তিনি ফিরে আসবেন। এবারে তিনি কিছু জানাননি।
ইউরোপের এই খবর প্রচার হওয়ার সাথেসাথে এপলের শেয়ারের দাম কমেছে। ফ্রাংকফুর্টে গতকাল লেনদেন শেষ হয়েছে আগের চেয়ে ৬.৬ ভাগ কমে।

No comments:

Post a Comment