January 7, 2011

বিশ্বের প্রথম ফুল এইচডি থ্রিডি কনজুমার ক্যামকোর্ডার আনছে জেভিসি

ফুল হাই ডেফিনিশন থ্রিডি প্রফেশনাল ভিডিও ক্যামেরা বাজারে ছাড়া হয়েছে অনেকদিন আগেই। সাধারনের ব্যবহারের জন্য প্রথম থ্রিডি ক্যামেরা আনছে জেভিসি। তাদের জিএস-টিডি১ ক্যামেরায় দুটি লেন্স, দুটি ৩.৩২ মেগাপিক্সেল সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে ১৯২০-১০৮০আই রেজ্যুলুশনের ভিডিও পাওয়া যাবে। শ্যুটিং মোড হিসেবে ব্যবহার করা যাবে বর্তমানে প্রচলিত সাইড-বাই-সাইড এভিসিএইচডি ৩ডি এবং সাধারন এভিসিএইচডি ২ডি ফরম্যাট।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে ৫এক্স থ্রিডি অপটিক্যাল জুম, ৩.৫ ইঞ্চি থ্রিডি টাচপ্যানেল। থ্রিডি চশমা ছাড়াই সেখানে থ্রিডি দেখা যাবে।
ভিডিও ছাড়াও থ্রিডি ষ্টিল ফটোগ্রাফির জন্য ব্যবহার করা যাবে এই ক্যামেরা। ছবি এবং ভিডিও রাখার জন্য এতে ৬৪ গিগাবাইট ইন্টারনাল ফ্লাশ মেমোরী রয়েছে। সেইসাথে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে।
মার্চে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ১,৯৯৯.৯৫ ডলার।

No comments:

Post a Comment