January 7, 2011

প্যানাসনিক লুমিক্সের ১০ বছর পুর্তি উপলক্ষে অনেকগুলি নতুন ক্যামেরা

প্যানাসনিক তাদের লুমিক্স প্রযুক্তির ক্যামেরা প্রথম বাজারে আনে ২০০১ সালে। ১০ বছর উদযাপনের সাথে সাথে অনেকগুলি নতুন ক্যামেরা বাজারে এনেছে তারা। এদের মধ্যে রয়েছে কম্প্যাক্ট এবং আলট্রা কম্প্যাক্ট ক্যামেরা।
এফএইচ২৭ এবং এফএইচ২৫ ক্যামেরাদুটি ৮ এক্স জুমের কম্প্যাক্ট ক্যামেরা। ওয়াইড এঙ্গেল ২৮ মিমি। এফপি৭ এবং এফপি৫ ক্যামেরাদুটি আলট্রা কম্প্যাক্ট পকেট ক্যামেরা। এফপি৫ মডেলে রয়েছে ৩ ইঞ্চি ডিসপ্লে যেখানে এফপি৭ মডেলে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে।
এফএইচ৫ এবং এফএইচ২ মডেলদুটি আলট্রাকম্প্যাক্ট ক্যামেরার কাছাকাছি। দুটি মডেলের পার্থক্য সেন্সরের দিক থেকে। এফএইচ৫ ১৬.১ মেগাপিক্সেল সেন্সরের যেখানে এফএইচ২ ১৪ মেগাপিক্সেল
এস৩ এবং এস১ হচ্ছে রঙচঙে কিছুটা গোলাকার আকৃতির কম্প্যাক্ট ক্যামেরা। ৪এক্স জুম, ১৪ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরাগুলি পাওয়া যাবে অনেকগুলি ভিন্ন ভিন্ন রঙে।
ক্যামেরাগুলি বাজারে আসার ৩০ দিন আগে দাম জানানো হবে।

No comments:

Post a Comment