January 6, 2011

মটোরোলার এন্ড্রয়েড ট্যাবলেট : জুম

কনজুমার ইলেকট্রনিক্স শো শুরুর ঠিক আগে ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করেছে মুলত মোবাইল ফোন নির্মাতা হিসেবে পরিচিত মটোরোলা। এতে ব্যবহার করা হবে গুগলের এন্ড্রয়েডের আগামী ভার্শন হানিকম্ব। জুম (Xoom) নামের এই ট্যাবলেট বাজারে পাওয়া যাবে মাস তিনেকের মধ্যেই। একই সময়ে এন্ড্রয়েডভিত্তিক ৩টি নতুন স্মার্টফোনও দেখানো হয়েছে।
জুম এর ডিসপ্লে ১০.১ ইঞ্চি, এপলের আইপ্যাডের প্রায় সমান। সিউএস-এ অন্তত ১০০টি কোম্পানী তাদের ট্যাবলেট নিয়ে হাজির হবে বলে ধারনা করা হচ্ছে। আজই শুরু হতে যাওয়া এই মেলায় অংশ নিচ্ছে ২৬০০ কোম্পানী।
মটোরোলার জুম হতে যাচ্ছে এন্ড্রয়েড ৩.০ ব্যবহার করা প্রথম ট্যাবলেট কম্পিউটার। মুলত ট্যাবলেট কম্পিউটারের কথা মাথায় রেখেই এটা তৈরী করা হয়েছে।
এপলের আইপ্যাড থেকে এর বড় পার্থক্য হচ্ছে এতে সামনে এবং পেছনে ক্যামেরা রয়েছে। এছাড়া ফ্লাশ প্লেয়ার রয়েছে যা এপলের জন্য নিষিদ্ধ। শুরুতে এতে থ্রিজি কানেকটিভি থাকলেও বছরের পরেরদিকে ফোরজি যোগ করা হবে। ল্যাপটপ ডক ব্যবহার করে এরসাথে মনিটর যোগ করে ডেস্কটপের মোজিলা ফায়ারফক্স দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment