January 26, 2011

রোবট শব্দের ৯০ বছর

কোন শব্দের বর্ষপুর্তির উদাহরন হয়ত খুব বেশি নেই। কিন্তু শব্দটি যদি রোবট হয় তাহলে ভিন্নকথা। এরসাথে সম্পর্ক আধুনিক প্রযুক্তির। আজ থেকে ৯০ বছর আগে এই দিনে প্রথমবার ব্যবহার করা হয়েছিল রোবট শব্দটি। যদি জানা না থাকে তাহলে আশ্চর্য হতে পারেন, এটা ব্যবহার করা হয়েছিল একটি নাটকে।
কারেল কাপেক এর নাটক রোসামস ইউনিভার্সাল রোবট নামের নাটকটি প্রথম মঞ্চায়িত হয় প্রাগে ১৯২১ সালে, মুল চেক ভাষায়। এক বছর পর নিউইয়র্কে মঞ্চায়িত হয় ইংরেজিতে।
অবশ্য কাপেক এই শব্দ উদ্ভাবনের কৃতিত্ব দিয়েছে তার ভাই জোসেফকে। তিনিই চেক শব্দ রোবোটা থেকে রোবোটি ব্যবহারের পরামর্শ দেন। রোবোটা শব্দের অর্থ কঠোর পরিশ্রম।
আরো ১০ বছর পর যখন এই শব্দের শতবর্ষ পালন করা হবে ততদিনে বাস্তবে এর ব্যবহার কোথায় গিয়ে দাড়াবে সেটাই দেখার।

No comments:

Post a Comment