January 25, 2011

প্যানাসনিকের নতুন ক্যামেরা লুমিক্স টিজেড২০ এবং টিজেড১৮

প্যানাসনিক দুটি নতুন ট্রাভেলজুম ক্যামেরা বাজারে আনতে যাচ্ছে। ১৪ মেগাপিক্সেল সেন্সরের ছোট আকারের এই ক্যামেরাগুলিতে রয়েছে ১৬এক্স অপটিক্যাল জুম লেন্স, ৩ ইঞ্চি এলসিডি, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং ম্যানুয়েল মোড। এছাড়া টিজেড২০ মডেলে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং থ্রিডি ফটো মোড। এছাড়া জিপিএসও রয়েছে এই মডেলে।
ক্যামেরাদুটিতে ভেনাস ইঞ্জিন এফএইচডি থাকায় কাজ করবে দ্রুত। ১৯২০-১০৮০ রেজ্যুলুশন ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সনিক স্পিড অটোফোকাস খুব দ্রুত ফোকাস করবে।
ব্যবহার করা হয়েছে নতুন তৈরী লেইকা  লেন্স। ১৬ এক্স জুমকে রেজ্যুলুশন কমিয়ে ২১এক্স জুম হিসেবে ব্যবহার করা যাবে। ষ্ট্যাবিলাইজেশনের কাজ করবে পাওয়ার ওআইএস।
৩ ইঞ্চি ৪৬০,০০০ ডট ডিসপ্লেতে টাচ অটোফোকাস, টাচ জুম এবং টাচ সাটার ব্যবহার করা যাবে।
নতুন যোগ করা লুমিক্স ইমেজ আপলোডার ব্যবহার করে ছবি এবং ভিডিওকে সরাসরি ফেসবুক-ইউটিউবে আপলোড করা যাবে।
ক্যামেরাদুটি বিক্রি শুরু তারিখ কিংবা দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment