January 21, 2011

বিল্টইন প্রজেক্টর সহ ট্যাবলেট আনছে এমএসআই

কয়েক সপ্তাহ আগে সিইএস-এ এই প্রযুক্তির ধারনা দেয়া হয়েছিল। ট্যাবলেট থেকে সরাসরি পর্দায় বা দেয়ালে ছবি ফেলে দেখার ব্যবস্থা। সেটা বাস্তবে করতে যাচ্ছে এমএসআই। তাদের উইন্ডোজ ৭ ভিত্তিক স্লেট একটি প্রজেক্টর হিসেবে কাজ করবে।
এটম প্রসেসরের ১০ ইঞ্চি এই ট্যাবলেটে একটি প্রজেক্টর থাকবে যা ঘুরিয়ে দেয়ালে ছবি ফেলা যাবে কিংবা ঘুরিয়ে ট্যাবলেটের নিচের দিকেও ছবি প্রক্ষেপন করা যাবে। নিচের দিকে ছবি ব্যবহারের কারন সম্ভবত তাকে কিবোর্ড হিসেবে ব্যবহারের জন্য। এখনও পর্যন্ত এজন্য সফটঅয়্যার তৈরী না হলেও এনিয়ে কাজ করছে অনেকেই।

No comments:

Post a Comment