January 24, 2011

বিবল নতুন ভার্শন ৫.২ প্রো এবং লাইট

উচুমানের ফটো এডিটিং সফটঅয়্যার বিবলের ৫.২ প্রো এবং ৫.২ লাইট ভার্শন রিলিজ দিয়েছে এর নির্মাতা বিবল ল্যাব। নতুন ভার্শনগুলি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে। নতুন ১৪টি র-ফরম্যাট যোগ করা হয়েছে নতুন ভার্শনে যারমধ্যে রয়েছে নাইকন ডি৩১০০, ডি৭০০০, পি৭০০০, প্যানাসনিক এলএক্স৫, জিএফ২ এবং জিএইচ২।
বিবলের একটি বড় সুবিধে এতে খুব সহজে নির্দিষ্ট অংশের পরিবর্তণ করা যায়। সফটঅয়্যার ব্যবহার জানার জন্য বিবল সারভাইভাল গাইড নামে ২ শতাধিক পৃষ্ঠার একটি ইবুক কেনা যায় তাদের ওয়েবসাইট থেকে।
প্রো এবং লাইট ভার্শন এর দাম যথাক্রমে ২০০ ডলার এবং ১০০ ডলার। এছাড়া ভার্শন ৫ ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করতে পারেন।

No comments:

Post a Comment