January 28, 2011

নোকিয়ার লাভ কমেছে

নোকিয়া জানিয়েছে বছরের শেষ ৩ মাসে লাভ শতকরা ২১ ভাগ কমে গেছে। বিশ্বের ১ নম্বর মোবাইল বিক্রেতার কাছ থেকে বাজার সরিয়ে নিচ্ছে অন্যান্য কোম্পানীগুলি।  এখানেই শেষ হয়নি বিষয়টি। কোম্পানী জানিয়েছে এবছর প্রথম ৩ মাসে একই থাকতে পারে, কিংবা বাড়লেও সামান্য বাড়বে।
আগের বছরের শেষ ৩ মাসের ৯৫ কোটি ইউরো থেকে কমে এবারের লাভের পরিমান দাড়িয়েছে ৭৪.৫ কোটি ইউরো (১০২ কোটি ডলার)। অবশ্য বিক্রি বেড়েছে ৬ ভাগ। বিক্রির পরিমান ১৭২০ কোটি ডলার। সেটপ্রতি লাভের হার কমে যাওয়ায় বিক্রি বাড়লেও লাভ কমেছে। বছরের শুরুতে বাজারে তাদের অবস্থান ৩৫ থেকে থেকে কমে বছরশেষে ৩১ ভাগে এসে দাড়িয়েছে।
একসময়ের অপ্রতিদ্বন্দি নোকিয়ার বর্তমান প্রধান প্রতিদ্বন্দি এপলের আইফোন এবং রিসার্চ ইন মোশনের ব্লাকবেরি।
বছর জুড়ে হিসেবে নোকিয়ার সেটের বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে শতকরা ১৩ ভাগ। বিক্রি সবথেকে বেশি বেড়েছে চীনে, শতকরা ৩৫ ভাগ। দক্ষিন আমেরিকায় বেড়েছে ২০ ভাগ। এশিয়ার কমেছে ১০ ভাগ। আর তাদের সবথেকে বড় বাজার ইউরোপে কমেছে ২ ভাগ।

No comments:

Post a Comment