January 9, 2011

স্যামসাং কোর আই৫ প্রসেসরের ৯ সিরিজ পাতলা ল্যাপটপ

পাতলা আকারের ল্যাপটপের কথা বললে প্রথমেই বলতে হয় এপলের ম্যাকবুক এয়ারের কথা। কিংবা ডেলের আমাদো। একেবারে পাতলা, হালকা এবং শক্তিশালী। স্যামসাং এর ৯ সিরিজের ল্যাপটপ তাদেরকে লজ্জা দিতে পারে। ১৩.৩ ইঞ্চি স্ক্রীনের এই ল্যাপটপের পুরুত্ব ১২.৩ মিমি, এয়ারক্রাফট গ্রেড এলুমিনাম (ডিউরালামিন) দিয়ে তৈরী। এতে রয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসর, ৩ গিগাবাইট ক্যাশ মেমোরী। সাথে ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী এবং ইন্টেল এইচডি জিটি২ গ্রাফিক্স।
বাজারের অন্যান্য পাতলা আকারের ল্যাপটপের মত এতেও এসএসডি ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ১২৮ গিগাবাইট পর্যন্ত ব্যবহার করা যাবে। কানেকটিভিটির দিকে রয়েছে ইউএসবি ৩.০, ব্লুটুথ ৩.০, ওয়াইফাই এবং বিল্টইন ওয়াইম্যাক্স মডেম।
এছাড়া এতে রয়েছে দুটি ১.৫ ওয়াট ষ্টেরিও স্পিকার এবং ১.৫ ওয়াট সাবউফার। ব্যাটারী এক চার্জে চলবে সাড়ে ৬ ঘন্টা। ল্যাপটপের ওজন ১.৩১ কেজি।
৯ সিরিজ ল্যাপটপের দাম ১৫৯৯ ডলার। বাজারে পাওয়া যাবে ফেব্রুয়ারী থেকে।

No comments:

Post a Comment