January 25, 2011

এনভিডিয়ার কোয়াড-কোর টেগরা ৩ এবং থ্রিডিসহ টেগরা ২

প্রসেসরের সাথে পাল্লা দিয়ে ছুটছে গ্রাফিক্স প্রসেসর। কম্পিউটারের ক্ষেত্রে তো বটেই, মোবাইল ফোনের ক্ষেত্রেও। এনভিডিয়ার ভবিষ্যত পরিকল্পনার তালিকায় দেখা গেছে কোয়াড কোর টেগরা ৩ এবং থ্রিডিসহ টেগরা ২। এরই মধ্যে টেগরা ২ দিয়ে ফোনসেট তৈরী করেছে এলজি এবং মটোরোলা। যদিও এখনো মানুষের হাতে পৌছেনি সেগুলি।
বর্তমানে ডুয়াল কোর টেগরা ২ তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে করটেক্স এ৯ প্রসেসর। ১ গিগাহার্টজ পর্যন্ত ক্লকস্পিড। একে ছাড়িয়ে যাবে টেগরা ২ থ্রিডি চিপ। কোয়াড কোরের ক্ষেত্রে ক্লকস্পিড হবে ১.২ গিগাহার্টজ। ধারনা করা হচ্ছে বার্সেলোনা মেলায় এসব তথ্য জানানো হবে।
কোয়াড কোর টেগরা পারফরমেন্সের হিসেবে টেগরা ২ থ্রিডির ৩ গুন। ব্লুরে ভিডিও সাপোর্ট এবং ফুল হাই ডেফিনিশন ভিডিও সাপোর্ট থাকবে এতে।

No comments:

Post a Comment