January 22, 2011

মাইক্রো ডিএসএলআর ছবি ক্যাম

পকেটে ক্যামেরা নিয়ে বেড়াতে চাইলে বাজারে বহু ছোট আকারের ক্যামেরা কিনতে পাবেন। কিন্তু এসএলআর নিশ্চয়ই না। সেই সুযোগ দিচ্ছে জাপানের জেটিটি। তাদের ছবি ক্যাম ওয়ান (Chobi cam one) নামের ডিজিটাল এসএলআর ক্যামেরা এতই ছোট যে পকেটে রাখা কোন বিষয়ই না। লেন্স বদল করার ব্যবস্থা রয়েছে এতে। যা পাওয়া যাবে না তা হচ্ছে সত্যিকারের এসএলআরের মান, অন্যান্য ফিচার এমনকি কি কাজে ব্যবহার করবেন সেটাও প্রশ্নবিদ্ধ।
এখানে উচু মানের ছবি বা ভিডিও না পেলেও বহু ছবি এবং ভিডিও করতে সমস্যা নেই। এতে রয়েছে মাইক্রোএসডি কার্ডের ব্যবস্থা।
এর দাম ১১৮ ডলার। পৃথক লেন্সের দাম ৩০ থেকে ৬০ ডলার।

No comments:

Post a Comment