January 26, 2011

মিসরে টুইটার বন্ধ

গনআন্দোলনের মুখে ২৩ বছরের শাসনের অবসান ঘটেছে তিউনিসিয়ায়। জনগনের আন্দোলনের বিষয় ছিল বেকারত্ব এবং দ্রব্যমুল্য। অনেকেই আশংকা করছিলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। অনেক দেশেই একই ধরনের অবস্থা বিরাজ করছে। অনেকে নির্দিষ্টভাবে মিসরের নাম উল্লেখ করেছেন। বাস্তবে মিসরে একই দাবীতে আন্দোলন জোরালো হয়েছে। আর জনপ্রিয় সোস্যাল নেটওয়াকিং সাইট টুইটার জানাচ্ছে মিসরে তাদের সেবা বন্ধ করে দেয়া হয়েছে।
টুইটার-ফেসবুক-ইউটিউব ইত্যাদিকে আন্দোলনের মাধ্যম হিসেবে ব্যবহার নতুন বিষয় না। আন্দোলনের প্রচারে ক্রমেই এসব পদ্ধতির ব্যবহার বাড়ছে।
মিসরে হাজার হাজার মানুষ পথে নেমেছে প্রেসিডেন্ট হোসনী মোবারকের ৩০ বছরের শাসনের অবসানের দাবীতে। সেখানেও মুল দাবী, তিনি বেকারত্ব কমাতে এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়েছেন।

No comments:

Post a Comment