January 21, 2011

বিশ্বের প্রথম অয়্যারলেস ভিডিও কার্ড

হয়ত আপনার পিসি ব্যবহার করছেন এক ঘরে আর ভাবছেন আরেকঘরে মনিটরে সেটা দেখা গেলে বেশ হোত। সেখানে বসে কাজ করা যেত। কিংবা ড্রইংরুমে বসে টিভিতে কম্পিউটারের ভিডিও দেখা যেত।
এটা এখন আর কল্পনায় নেই। কেএফএ২ এমন কার্ড বাজারে এনেছে যা একাজ করতে পারে। কোনধরনের তারের সংযোগ ছাড়াই ১০০ ফুট দুরের মনিটরে কিংবা টিভিতে কম্পিউটারের ডিসপ্লে দেখার সুযোগ করে দেবে। মাঝখানে দেয়াল কিংবা অন্যকিছু থাকলেও সমস্যা নেই।
জিটিএক্স ৪৬০ ডব্লিউএইচডিআই নাম থেকে ধারনা করতে পারেন এতে রয়েছে এনভিডিয়া জিটিএক্স ৪৬০। সাথে অয়্যারলেস এন্টেনা।  কার্ডে রয়েছে ১ গিগাবাইট মেমোরী, ২৫৬ বিট ইন্টারফেস এবং ১.৩৫ গিগাহার্টজের প্রসেসর।
কয়েক সপ্তাহের মধ্যেই এটা বিক্রি শুরু হবে। এখনও দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment