January 5, 2011

ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে গেছে ফায়ারফক্স

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে গেছে মোজিলার ফায়ারফক্স। এটা ইউরোপের হিসেব। গুগলের ক্রোমের ব্যবহার বেড়েছে প্রায় ৩ গুন। গত বছরের ৫.১ ভাগ থেকে ১ বছরে বেড়ে দাড়িয়েছে ১৪.৬ ভাগ।
বর্তমানে ফায়ারফক্স ব্যবহার করছে ৩৮.১ ভাগ ব্যবহারকারী আর ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার ৩৭.৫ ভাগ। ষ্ট্যাটকাউন্টার এই হিসেব দিয়েছে।

No comments:

Post a Comment