March 30, 2011

এএমডি ৬৯৯০ এর প্রতিদ্বন্দি ডুয়াল জিপিইউ জিটিএক্স৫৯০ গ্রাফিক্স কার্ড এনেছে এনভিডিয়া

এনভিডিয়া এবং এএমডি (এটিআই) এর প্রতিদ্বন্দিতা বহুদিনের। কখনো একজন সামনে যায়, কখনো আরেকজন। কদিন আগে এএমডি রেডঅন এইচডি ৬৯৯০ কে বলা হয়েছে বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড। এখন তারসাথে প্রতিদ্বন্দিতায় জিটিএক্স৫৯০ নামে ডুয়াল জিপিইউ কার্ড এনেছে এনভিডিয়া।
কম পাওয়ার ব্যবহার এবং অধিক তাপমাত্রা রোধের কারনে যদিও এর ক্লকস্পিড সীমিত রাখতে হয়েছে, তাহলেও প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এর কর্মদক্ষতা এএমডি-র ৬৯৯০ এর সাথে (এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম একক কার্ড) পার্থক্য শতকরা ১ ভাগের কম। সেইসাথে এই কার্ড তুলনামুলক নিঃশব্দে কাজ করে এবং কম শক্তি ব্যবহার করে।
এতে জিটিএক্স ৫৮০ এর মত জিএফ১১০ প্রসেসর (দুটি) ব্যবহার করা হলেও তাপমাত্রা কম রাখার জন্য ক্লক ফ্রিকোয়েন্সি তারথেকে কমানো হয়েছে। ১০২৪ কিউডা কোর রয়েছে এই কার্ডে। ৩ গিগাবাইট মেমোরী। দাম নির্দিষ্ট করে না জানানো হলেও এএমডির থেকে (৭০০ ডলার) কম বলে ধারনা করা হচ্ছে।

No comments:

Post a Comment