March 30, 2011

এইচটিসি থ্রিডি ডিসপ্লে মোবাইল ফোন

আমেরিকার জন্য এইচটিসি-র ইভো থ্রিডি ফোনের কথা জানা গেছে আগেই। এবার বাকি বিশ্বের জন্য জিএসএম ভিত্তিক এই ফোনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।  এর প্রধান বৈশিষ্ট অবশ্যই বড় আকারের থ্রিডি-এস-এলসিডি ডিসপ্লে। ৪.৩ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলুশন ৫৪০-৯৬০। সেইসাথে এনড্রিনো ২২০ গ্রাফিক্স। অন্যান্যদের মধ্যে এতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর স্নাপড্রাগন প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম।
শুধুমাত্র থ্রিডি ডিসপ্লে দিয়েই দায়িত্ব শেষ করেনি তারা। ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে ২ মেগাপিক্সেল থ্রিডি ছবি উঠানো যাবে। সেইসাথে ৭২০পি হাইডেফিনিশন থ্রিডি ভিডিও। টুডি ভিডিওর ক্ষেত্রে ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
কানেকটিভিটির ক্ষেত্রে রয়েছে হাইস্পিড এইচএসপিএ। এছাড়া এ-জিপিএস, ব্লুটুথ ৩.০, এফএম রেডিও ইত্যাদি রয়েছে। এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment