March 31, 2011

মাইক্রোসফটের উইন্ডোজ ফোনে পেমেন্ট ব্যবস্থা আনা হচ্ছে

মোবাইল ফোন ব্যবহার করে অর্থ প্রদানের ব্যবস্থায় মাইক্রোসফট পিছিয়ে রয়েছে এপল এবং গুগল থেকে। জানা গেছে তারাও তাদের উইন্ডোজ ফোন ৭ ভিত্তিক অর্থ লেনদেনের ব্যবস্থা আনতে যাচ্ছে। নিয়ার-ফিল্ড কম্যুনিকেশনস (এনএফসি) ভিত্তিক প্রযুক্তিতে এই ব্যবস্থা এবং এটা ব্যবহারযোগ্য হ্যান্ডসেট বাজারে আসতে পারে এবছরই।
এনএফসি নতুন, উন্নতমানের নিরাপদ একটি অয়্যারলেস অর্থ লেনদেন ব্যবস্থা। এতে পেমেন্ট দেয়ার জন্য রিসিভারের ২-৪ ইঞ্চি দুরত্বে ডিভাইস আনতে হয়। অনেক ক্রেডিট কার্ড এই ব্যবস্থা ব্যবহার করে। ফলে আগামী দিনের মোবাইল ফোনকে নতুন ধরনের ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।
গুগল তাদের পেমেন্ট ব্যবস্থা পরীক্ষা করতে যাচ্ছে নিউ ইয়র্কে। এজন্য চুক্তি হয়েছে মাষ্টারকার্ড এবং সিটি গ্রুপের সাথে। আরো অনেকেই এবছরই এনএফসি ব্যবহার করার কথা জানিয়েছে। মনে হচ্ছে আগামীতে সবগুলি প্রধান মোবাইল ফোন অর্থ লেনদেনের নতুন এই ব্যবস্থার আওতায় আসতে যাচ্ছে।

No comments:

Post a Comment