March 30, 2011

প্রসেসর নির্মাতা ইন্টেল কিনেছে নিরাপত্তা প্রতিস্ঠান ম্যাকাফি

এন্টিভাইরাস নির্মাতা ম্যাকাফিকে কিনেছে বিশ্বের প্রধান চিপ নির্মাতা। এজন্য ইন্টেলকে ব্যয় করতে হয়েছে ৭৬৮ কোটি ডলার। এরফলে নিরাপত্তা ব্যবসায় ইন্টেল বড় ধরনের সুবিধে পাবে। ব্যক্তি পর্যায় থেকে বড় কোম্পানী পর্যন্ত সকলের জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তামুলক পন্য আনা হবে। ইন্টেল জানিয়েছে ম্যাকাফিকে তাদের প্রয়োজ কারন তাদের প্রযুক্তিকে তারা প্রসেসর এবং চিপের মধ্যে ব্যবহার করতে আগ্রহি।
বর্তমানে হ্যাকিং এবং অন্যান্য আক্রমন থেকে রক্ষা পেতে যে পদ্ধতি চালু রয়েছে তাকে যথেষ্ট মনে করছে না ইন্টেল এবং ম্যাকাফি। কারনটাও সহজেই অনুমেয়। অনেক ডিভাইস সরাসরি ইন্টারনেট ব্যবহারের জন্য তৈরী করেই বাজারে আসে। এই তালিকায় কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে টিভি, এটিএম মেসিন পর্যন্ত রয়েছে। অনেক যায়গায় পৃথকভাবে এন্টিভাইরাস ব্যবহারের সুযোগ নেই। সেক্ষেত্রে যে পথ খোলা থাকে তা হচ্ছে হার্ডঅয়্যারের মধ্যেই এধরনের আক্রমন ঠেকানোর ব্যবস্থা রাখা।
গত আগষ্টে একথা জানানোর পর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেতে এতটা সময় লেগেছে। নতুন ব্যবস্থা ম্যাকাফি ইন্টেলের অঙ্গসংগঠন হিসেবে থাকবে।
সিমেনটেকের পর ম্যাকাফি বিশ্বের ২য় বৃহত্তম কম্পিউটার নিরাপত্তা প্রতিস্ঠান।

No comments:

Post a Comment