March 30, 2011

মাইক্রোসফট উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট দেখাবে জুনে

উইন্ডোজর পরবর্তী ভার্শনের নাম উইন্ডোজ ৮ নাকি অন্যকিছু তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এটা কখন বাজারে আসবে সে নিয়েও নানারকম মত রয়েছে। মাইক্রোসফটের ভেতর থেকে খবর পাওয়া গেছে এই উইন্ডোজ ৮ (অথবা অনকিছু) ডিজাইন ডেমো দিয়ে তৈরী ট্যাবলেট তারা দেখাবে জুনে। কম্পিউটেক্স মেলায় মাইক্রোসফট অন্যতম অংশগ্রহনকারী প্রতিস্ঠান। হয়ত সেখানে।
গতবছর মেলায় তারা এধরনের একটি ডিভাইস দেখিয়েছিল উইন্ডোজ ৭ ব্যবহার করে। জানা যাচ্ছে নতুন উইন্ডোজকে অনেকটা এপলের মত করা হচ্ছে। সাথে তাদের মিডিয়া সেন্টারের মত ষ্টাইল থাকতে পারে।
তারা আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত অবশ্য নিশ্চিত করার উপায় নেই।

No comments:

Post a Comment