March 30, 2011

গুগলের অনলাইন পত্রিকা

কোন ধরনের প্রচারনা ছাড়াই অনলাইন পত্রিকা চালু করেছে গুগল। থিংক কোয়ার্টারলি নামের এই পত্রিকা বের হবে ৩ মাস পরপর। বৃটেন ভিত্তিক প্রথম সংখ্যায় ৬৮ পৃষ্ঠার এই পত্রিকায় রয়েছে ব্যবসায় তথ্যের ব্যবহার সম্পর্কে বিস্তারিত। সবচেয়ে বেশি যা আকৃষ্ট করবে তা হচ্ছে এর সৌন্দর্য্য। দৃষ্টিনন্দন ফ্লাশভিত্তিক এই পত্রিকায় ব্যবসা এবং প্রযুক্তি সংক্রান্ত নানাধরনের লেখা পাওয়া যাবে।
এতে লিখছেন খ্যাতনামা লেখক সাইমন রজার্স (গার্ডিয়ান ডাটাব্লগ), উইলরিখ রেইনহার্ড (উই ম্যাগাজিন) এর মত ব্যক্তি। বলা হচ্ছে, ব্যস্ত এই বিশ্বে মানুষকে কিছুটা সময় দেয়ার জন্য এটা তৈরী করা হয়েছে।
বিষয়টি গুগলের মিডিয়া ব্যবসার দিকে যাওয়া আরেকটি পদক্ষেপ কিনা বলা কঠিন। গুগল নিজে একে পত্রিকা বলছে না, বলছে ওয়েবসাইটে একটি বই। যোগাযোগের একটি মাধ্যম।
যাই বলা হোক না কেন, এটা অত্যন্ত আকর্ষনীয় এবং তথ্যবহুল এতে সন্দেহ নেই।

No comments:

Post a Comment