March 30, 2011

মোবাইলে অর্থ লেনদেনের ব্যবস্থা আনছে গুগল

মোবাইল ফোন ব্যবহার করে অর্থ লেনদেনের বিষয় নিয়ে গুগল কাজ করছে সিটিগ্রুপ এবং মাষ্টারকার্ডের সাথে। এই ব্যবস্থা চালু হলে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের মোবাইল ফোনকে মানিব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।
এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে। সম্পুর্ন হলে একটি ছোট রিডারের সামনে ফোন ধরে পেমেন্ট দেয়া যাবে।
নতুন ব্যবস্থা অর্থ লেনদেন ছাড়াও ক্রেতার তথ্য বিক্রেতাকে দেয়ার সুযোগ তৈরী করবে গুগল। ফলে তাদের পক্ষে বিজ্ঞাপন দেয়া আরো সহজ হবে। এই লেনদেনের জন্য গুগল নিজে কোন ফি নেবে না।
শুরুতে সিটি গ্রুপের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এটা ব্যবহারের সুযোগ পাবেন। আপাতত একটিমাত্র মোবাইল ফোনের মডেল এই কাজের উপযোগি। আগামীতে অন্যান্য ফোনেও এই পদ্ধতি ব্যবহারের সুযোগ আনা হবে।
গুগল, সিটি গ্রুপ কিংবা মাষ্টারকার্ড অবশ্য নিজেরা কোন বক্তব্য দেয়নি এবিষয়ে।

No comments:

Post a Comment