December 2, 2010

ফ্লাশ ১০.২ প্রসেসর ব্যবহার না করেই হাইডেফিনিশন ভিডিও দেখাবে

ফ্লাশ প্লেয়ার ১০.২ বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। বলা হচ্ছে এতে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহারের সময় প্রসেসরের কোন শক্তি ব্যবহার করবে না। পুরো কাজ করা হবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে একাধিক মনিটর ব্যবহার এবং ভিডিও ছাড়াও অন্য সবকিছুই দ্রুত রেন্ডার করা।
১০.১ ভার্শনে হার্ডায়্যার এক্সিলারেটেড ভিডিও যোগ করা হয়েছিল। তারপরও এখনও হাই ডেফিনিশন ভিডিও দেখার জন্য প্রসেসরের শক্তির ওপর অনেকটা নির্ভর করতে হয়। নতুন ভার্শনে ষ্টেজ ভিডিও নামে একটি ফিচার যোগ করা হয়েছে। এরফলে ভিডিও রেন্ডারিং এর কাজ গ্রাফিক্স প্রসেসর নিজেই করবে।
যে কাজগুলি করবে তারমধ্যে রয়েছে কালার কনভার্শন, স্কেলিং, ব্লিটিং ইত্যাদি। এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার ৯ এরজন্য সাপোর্ট যোগ করা হয়েছে নতুন ভার্শনে। এডবির ভাষায় এরফলে ৩৫ ভাগ দ্রুততায় কাজ করবে।
এটা ডাউনলোড করা যাবে এখান থেকে

No comments:

Post a Comment