December 22, 2010

মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়তে পারে

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়তে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালার কারনে এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। নীতিমালা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এতে মোবাইল ফোন অপারেটরদের নবায়নের শুরুতেই ফ্রিকোয়েন্সি ফিসহ বিভিন্ন ফি হিসেবে ১৪ হাজার কোটি টাকা এককালীন দিতে হবে। পরবর্তী ১৫ বছরে দিতে হবে আরো ১৪ হাজার কোটি টাকা।
মোবাইল অপারেটরদের বক্তব্য এই উচ্চ ফি দেশের টেলিযোগাযোগ খাতের বিকাশকে বাধাগ্রস্থ করবে। খরচ বাড়বে বলে থ্রিজি এর মত সেবা চালু করার অর্থ থাকবে না। এমনকি কলচার্জও বাড়তে পারে।
উল্লেখ করা যেতে পারে বর্তমানে দেশের ৪টি মোবাইল অপারেটরদের প্রত্যেকেরই কলচার্জ মিনিটপ্রতি ১ টাকার নিচে, যা শুরুতে ইনকামিং এবং আউটগোয়িং উভয়ের জন্য ৭ টাকা ছিল। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৬ কোটি। ১৫ বছর আগে যেখানে টেলিফোনের ঘনত্ব ছিল ১ শতাংশের নিচে তা বর্তমানে প্রায় ৪০ শতাংশ। সহজে এবং কম খরচে মোবাইল ফোন ব্যবহার করা যায় বলেই এটা সম্ভব হয়েছে বলে মনে করা হয়।

No comments:

Post a Comment