December 20, 2010

প্যানাসনিক টিভি থেকে মেমোরী কার্ডে রেকর্ড করা যাবে

সম্প্রচারের সময় দেখা সম্ভব না এই কারনে টিভি অনুষ্ঠান রেকর্ড করে রাখার ব্যবস্থা পুরনো। ভিসিআর এর যুগ থেকে মানুষ নানাভাবে একাজ করেছে। এর সবশেষ সংস্করন প্যানাসনিকের মেমোরীকার্ডে রেকর্ড করার ব্যবস্থা। হার্ডডিস্কে রেকর্ড করার ব্যবস্থা তো আছেই, ইচ্ছে করলে এসডি কার্ডে রেকর্ড করতে পারেন। ৬৪ গিগাবাইট এসডিএক্সসি কার্ডে রাখা যাবে ৫ ঘন্টার ফুল এইচডি ভিডিও।
ভিয়েরা জি৩ এবং এক্স৩ মডেলের টিভিতে এই সুবিধে যোগ করা হয়েছে। আপাতত এগুলি বিক্রি করা হবে জাপানে। আগামী ফেব্রুয়ারীতে অন্যান্য যায়গায় বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment