December 15, 2010

২০০ ডলারে পাইওনিয়ারের বিডিএক্সএল রাইটার

ঘোষনা দেয়ার দুমাসের মধ্যে বিক্রি শুরু, বিষয়টা তাড়াতাড়িই ঘটেছে। বিশ্বের প্রথম বিডিএক্সএল ব্লুরে রাইটারের ঘোষনা দেয়ার দুমাসের মধ্যে এগুলি বিক্রি শুরু করেছে নির্মাতা পাইওনিয়ার। দামও একেবারে কম, মাত্র ২০০ ডলার। এই রাইটার ব্যবহার করে এক ডিস্কে ১২৮ গিগাবাইট পর্যন্ত রাইট করা যাবে। এছাড়া আগের সাধারন ডিস্ক, ডিভিডি, সিডি সবকিছুই রাইট করা যাবে এতে।
রাইটারের সাথে সাইবারলিংক সফটঅয়্যার দেয়া হবে। এছাড়া ১০০ গিগাবাইটের একটি ব্লাংক ডিস্কও দেয়া হবে বিনামুল্যে।
এটা ব্যবহার করতে হবে পিসিতেই। ম্যাক অপারেটিং সিষ্টেমে কাজ করবে না।

No comments:

Post a Comment