December 23, 2010

ব্লাকবেরির সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার তৈরী করেছে পাকিস্তান

পাকিস্তানি প্রযুক্তির কথা খুবএকটা শোনা যায় না। ব্লাকবেরির জন্য তৈরী সফটঅয়্যারগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি র রেকর্ড গড়ে খবরে এসেছে পাকিস্তানি প্রতিস্ঠান ফাইভ রিভারস। লাহোর ভিত্তিক এই প্রতিষ্ঠানের ফটো এডিটিং সফটঅয়্যার ফটো এডিটর স্যুইট ব্যবহার করে ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, ঘুরানো, ব্রাইটনেস-কন্ট্রাষ্ট পরিবর্তন, নতুনভাবে রং করা ইত্যাদি কাজ করা যায়।
কোম্পানীটি যাত্রা শুরু করেছে ২০০৩ সালে। কর্মীসংখ্যা ৫০। ব্যাংকের হিসেব অনুযায়ী তারা গত অর্থবছরে ২০ কোটি ডলারের বেশি সফটঅয়্যার রপ্তানি করেছে। কোম্পানীর মুল্য ২৮০ কোটি ডলার।
বছর দেড়েক আগে ব্লাকবেরি, আইফোন এবং অন্যান্য স্মার্টফোনের সফটঅয়্যার তৈরীর জন্য পৃথক একটি শাখা তৈরী করে তারা। এপর্যন্ত শতাধিক সফটঅয়্যার তৈরী করা হয়েছে সেখান থেকে।
১৬ কোটি মানুষের দেশ পাকিস্তান বহুদিন থেকেই নানাবিধ সমস্যায় আক্রান্ত। আল-কায়েদা বিষয়ক সন্ত্রাসের কারনে বোমাবাজি সাধারন ঘটনা, বিদ্যুত সমস্যা প্রবল, বিদেশী বিনোয়োগ খুবই কম। এবছর প্রলয়ংকরী বন্যায় বিপুলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটি।

No comments:

Post a Comment